বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সুপ্রিয় শিক্ষানুরাগী রাজশাহীবাসী, অভিভাবক মন্ডলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতি সালাম ও শুভেচ্ছা। স্নেহাস্পদ শিক্ষার্থীদের প্রতি দোয়া ও শুভকামনা। প্রার্থনা করি যেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের অংশীদারিত্ব সুনিশ্চিত হয়। দীর্ঘ সময় কোভিড-১৯ এর মহাদুর্যোগ কাটিয়ে পরিবেশ এবং জনজীবনে এখন অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তবে, এ দুর্যোগ প্রকৃতি ও জীবনের প্রতি সদয় হবার শিক্ষা দিয়ে গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থাকে পুণঃগঠন করা আমাদের সকলের দায়িত্ব। তাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাই “তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে সুরক্ষিত রাখ, ঘুরে দাঁড়াবার শক্তি দাও।” আসুন আবার আমরা আলো জ্বালাই, আলোকিত হই, আলোকিত করি, একে অন্যের সহায়ক হই।
সঠিক শিক্ষা জীবনকে পরিচর্যা করে অর্থাৎ জীবনাদর্শ ও ব্যক্তিত্ব এবং মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিনির্মাণের মাধ্যমে সৎ, যোগ্য ও প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষা গ্রহণ এবং অর্জন অপরিহার্য। কেননা, শিক্ষাই মানুষের ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদাকে সুউচ্চ শিখরে উন্মোচিত করতে সক্ষম। আবার চিন্তার সঠিক বিকাশ, বিজ্ঞান-প্রযুক্তিগত উৎকর্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞানের সাথে দক্ষতা অর্জন জীবনকে গঠন ও প্রতিষ্ঠিত করে। আর এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা অনস্বীকার্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, সঠিক দিক নির্দেশনা ও পদ্ধতিগত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীকে মননশীল, সহনশীল, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এবং অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ একটি গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান। যুগসচেতন অভিভাবক মহলের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের আকাঙ্খা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে, জাতীয় ও আন্তর্জাতিক পাঠ্যক্রম সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে শিশু প্রতিভার বিকাশ সাধনের মহান ব্রত নিয়ে, ছোট বড় বিভিন্ন প্রতিবন্ধকতা ধৈর্য্যের সাথে অতিক্রম করে, আন্তঃপ্রাতিষ্ঠানিক প্রতিযোগিতায় গর্বের সাথে উত্তীর্ণ হয়ে শিক্ষানগরী রাজশাহীর শিক্ষাকার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে ২০০৩ সালে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ তার যাত্রা শুরু করে। সময়োপযোগী শিক্ষা প্রযুক্তির ব্যবহার ও আধুনিক শ্রেণিবিন্যাসকরণের নিরিখে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ, দক্ষ, প্রাণবন্ত, আন্তরিক ও দায়িত্ব সচেতন শিক্ষকমন্ডলী একটি সুযোগ্য পরিচালনা পর্ষদের দিক নির্দেশনায় অত্যন্ত সমৃদ্ধ পাঠ্যক্রম পরিচালনার পাশাপাশি সৃজনশীল প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গার্লস গাইড, স্কাউট, কাক্স, হলদে পাখি, সাংস্কৃতিক চর্চা, দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন ও কৃতিত্বপূর্ণ অংশগ্রহণ, স্মরনিকা প্রকাশ ইত্যাদিতে প্রতিষ্ঠানটি যোগ্যতার স্বাক্ষর রেখে চলছে।
আমি এই শিক্ষা পরিবারটির একজন গর্বিত সদস্য হয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি…
আহমদ বিরাজ আহমেদ
অধ্যক্ষ
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ