C&B, 93-Kazihata, Greater Road, Rajpara, Rajshahi.
Shimul Memorial North South School & College, Rajshahi

সহকারী অধ্যক্ষের বার্তা (তালাইমারী)

Fatema Johura

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শিক্ষা হলো মানবীয় প্রচেষ্টায় একটি সামাজিক প্রক্রিয়া যা কোনো না কোনো বাস্তব সমস্যার সমাধান কেন্দ্রিক হয়ে থাকে। এই শিখন প্রক্রিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তির বিকাশ। বর্তমান সময়ের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে রাজশাহী বিভাগের একটি গৌরবদীপ্ত ও আলোকজ্জল বিদ্যাপীঠ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এর ৩টি শাখার ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জ্ঞানের মাধ্যমে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সফলতার শীর্ষে প্রবেশের নিমিত্তে কাজ করে চলেছে প্রতিষ্ঠানটির অনবদ্য ব্যবস্থাপনা কমিটি এবং একদল কর্মঠ শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের সু-সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বের বিকাশে পড়াশোনার পাশাপাশি রয়েছে সহ-শিক্ষাক্রমিক কার্যাবলী। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে ১৫টি ক্লাব এছাড়াও খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, জাতীয় দিবস পালন, স্কাউট, গার্লস গাইড, প্রদর্শনী, বিজ্ঞানমেলা, বার্ষিক ম্যাগাজিন, শিক্ষা সফর, প্রবন্ধ প্রতিযোগিতা, ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন অলিম্পিয়াড সহ আরো বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের আঙিনা পেরিয়ে শিমুল মেমোরিয়ালের শিক্ষার্থীরা আজ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের স্থান করে নিয়েছে।

প্রজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠদান এবং সার্বিক নিরাপত্তার তাগিদে ক্লোজসার্কিট ক্যামেরার সহযোগিতায় অত্যন্ত চৌকসভাবে মনিটরিং করে চলেছেন প্রতিষ্ঠানের মনিটরিং অফিসারসহ ব্যবস্থাপনা পরিষদ।

শিক্ষাপদ্ধতি নিয়ে গবেষণা এবং প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এই বিদ্যালয় নিরলসভাবে কাজ করে চলবে। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়, আর একমাত্র প্রতিষ্ঠান শিমূল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ যেখানে প্রতিটি সময়ে মনুষ্যত্বের শিক্ষা প্রদান করে থাকে।

সম্মানিত অভিভাবকবৃন্দ যাঁরা সন্তানদের শিক্ষার দায়িত্ব আমাদেরকে প্রদান করেছেন তাঁদের প্রতি রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা। যথাযথ নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সকলের প্রতি রইল কৃতজ্ঞ চিত্তে শুভ কামনা।

ফাতেমা জহুরা দোলন

সহকারি অধ্যক্ষ (তালাইমারী শাখা)

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ

We Have Three Branches
Main Branch (C&B)
Sadharan Bima Corporation 93, Kazihata, Greater Road, Rajshahi.
Email: smnss.cnb@gmail.com
Tel: 02588860715, 02588860713, 02588861248, 02588857368, 02588860, 02588854737
Uposhohor Branch
House# 262, Sector# 02, Uposhohor Housing Estate Sopura, Boalia, Rajshahi.
Email: smnss.upo@gmail.com
Tel: 0247860226
Talaimari Branch
House# 532, Ward- 25, Talaimari Northern Mor, Jahangir Soroni, Kazla, Boalia, Rajshahi.
Email: smnss.talaimari@gmail.com
Tel: 02588866616