C&B, 93-Kazihata, Greater Road, Rajpara, Rajshahi.
Shimul Memorial North South School & College, Rajshahi

সহকারী অধ্যক্ষের বার্তা (উপশহর শাখা)

Tuhina Parvin

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

 

শিক্ষা জ্ঞানলাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং শিক্ষার্থীর সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং রাষ্ট্রের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। শিক্ষা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার পাশাপাশি অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের সুযোগ পায়। আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়নে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় উন্নীত করণে এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুদক্ষ ব্যবস্থাপনা কমিটি, চৌকস মনিটরিং টিম এবং দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।

 

প্রতিটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া এবং অত্যাধুনিক শিক্ষা উপকরণ সমৃদ্ধ। শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সহশিক্ষা মূলক বিভিন্ন কার্যক্রম (যেমন- বিজ্ঞানচর্চা, খেলাধুলা, স্কাউটিং, বিতর্ক, উপস্থিত উপস্থাপন, চিত্রাংকন) এর উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও সাংস্কৃতিক বিষয়ে (যেমন- সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়) চর্চা করানো হয়। যা একদিকে যেমন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে জ্ঞান লাভের সুযোগ করে দেয়। অন্যদিকে সুপ্ত প্রতিভা সঠিকভাবে বিকশিত হয়।

 

পরিশেষে, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দের কাছে সহযোগিগ নিজস্ব ঐতিহ্যকে ধরে রেখে প্রয়োজনমুখী ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারি ।

 

তুহিনা পারভীন ইলা

সহকারি অধ্যক্ষ (উপশহর শাখা)

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ 

We Have Three Branches
Main Branch (C&B)
Sadharan Bima Corporation 93, Kazihata, Greater Road, Rajshahi.
Email: smnss.cnb@gmail.com
Tel: 02588860715, 02588860713, 02588861248, 02588857368, 02588860, 02588854737
Uposhohor Branch
House# 262, Sector# 02, Uposhohor Housing Estate Sopura, Boalia, Rajshahi.
Email: smnss.upo@gmail.com
Tel: 0247860226
Talaimari Branch
House# 532, Ward- 25, Talaimari Northern Mor, Jahangir Soroni, Kazla, Boalia, Rajshahi.
Email: smnss.talaimari@gmail.com
Tel: 02588866616