C&B, 93-Kazihata, Greater Road, Rajpara, Rajshahi.
Shimul Memorial North South School & College, Rajshahi

উপাধ্যক্ষের বার্তা

WhatsApp Image 2025-02-11 at 08.24.41_cf23bc18

“সঠিক দিক নির্দেশনাই দিতে পারে একটি আলোকিত জাতি” প্রোগানকে সামনে রেখে ২০০৩ সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগীয় ও জেলা শহর শিক্ষানগরী রাজশাহীর প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সুশিক্ষা প্রদানের মাধ্যমে সুস্থ ও সৃজনশীল জাতি গঠনে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে এমন গণতন্ত্রমনা ও প্রগতিশীল প্রজন্য গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি সফলভাবে কাজ করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি রাজশাহী জেলার স্বনামধন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম আদর্শ বিদ্যানিকেতন হিসেবে সর্বস্তরের জনগণের নিকট থেকে স্বীকৃতি লাভ করেছে। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানটি ২২ বছর অতিবাহিত করেছে। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমার বিশ্বাস।

এই প্রতিষ্ঠানটি পাঠ্যক্রম থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনে মেধা ও মননশীল মুক্তবুদ্ধি চর্চায় মাধ্যমে উগ্রজাতীয়তাবাদ, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদসহ যে কোনো ধরনের প্রতিবন্ধকতা পরিহার করে দেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। আমি এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সহকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি।

কামনা রাণী

উপাধ্যক্ষ

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ

We Have Three Branches
Main Branch (C&B)
Sadharan Bima Corporation 93, Kazihata, Greater Road, Rajshahi.
Email: smnss.cnb@gmail.com
Tel: 02588860715, 02588860713, 02588861248, 02588857368, 02588860, 02588854737
Uposhohor Branch
House# 262, Sector# 02, Uposhohor Housing Estate Sopura, Boalia, Rajshahi.
Email: smnss.upo@gmail.com
Tel: 0247860226
Talaimari Branch
House# 532, Ward- 25, Talaimari Northern Mor, Jahangir Soroni, Kazla, Boalia, Rajshahi.
Email: smnss.talaimari@gmail.com
Tel: 02588866616